আন্দোলন স্থগিত করলেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : ভাতা বাড়ানোর ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন করে ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। আরও পড়ুন : মাঠ প্রশাসনই আসল সরকার সোমবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকরা নিজেদের মাঝে আলোচনায় এ সিদ্ধান্ত নেন। প্রজ্ঞাপন অনুযায়ী ,২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হয়েছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরো ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের। আরও পড়ুন : আজ প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ড. জাবির হোসেন জানান, আমরা সরকারের দেওয়া প্রজ্ঞাপন মেনে নিচ্ছি এবং আগামীকাল সকাল ৮ টা থেকে আমরা কাজে ফিরে যাবো। আমরা মনে করি সরকার কথা রাখবে। যদি কোনো কারণে জুলাই থেকে ৩৫ হাজার টাকা কার্যকর না হয় এবং ভবিষ্যতে দ্রব্যমূল্যের দামের তারতম্য অনুযায়ী ভাতা বৃদ্ধিকরণ না হয় আরও কঠিন আন্দোলন করতে বাধ্য হবো। সান নিউজ/এমআর

from Sunnews Feed https://ift.tt/KSfruRB
Previous Post Next Post