নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ ১৯)। গতকাল রোববার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। মোবাইল ট্র্যাকিং তার সর্বশেষ অবস্থান ছিল সায়দাবাদ। সময় দুপুর ১২ টা ৫৩ মিনিট।
গতকাল তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন। ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডিকার্ড রেখে নিরুদ্দেশ হয়েছেন। অবশ্য গতকাল ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েযদি কোনো সহৃদয় ব্যক্তি উনাকে দেখে থাকেন বা দেখতে পান তাহলে
বাংলাদেশ ব্যাংকের যেকোনো কর্মকর্তার সঙ্গে বা কাছাকাছি থাকা পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিবেচনায় তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।। উল্লেখ্য পরিবার থেকে পুলিশের নিকট জিডি করা হয়েছে এবং পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।ছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন। নাঈম পরিবারের একমাত্র ছেলে।
